স্টাফ রিপোর্টার : অভিনয়ে ফিরলেন মোনালিসা। গত শনিবার জাকিয়া সুলতানা লুনার গল্পে, হাবিব জাকারিয়ার চিত্রনাট্যে ও ইমনের নির্দেশনায় ‘ফিনিক্স ফ্লাই’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিন বছর পর তিনি অভিনয়ে ফিরেছেন। নাটকে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেতা আব্দুন নূর সজল। মোনালিসা বলেন, ‘অনেকদিন পর আবারো অভিনয়ে ফিরেছি। খুব ভালো লাগছে। এটা সত্য যে আমি মন থেকে অনুভব করি মডেলিং। কিন্তু অভিনয়ও কোন অংশে কম নয়। সবার কাছে দোয়া চাই যেন অভিনয়ে ঠিক আগের মতোই নিজেকে তুলে ধরতে পারি। বিশেষ ধন্যবাদ জানাই ফিনিক্স ফ্লাই নাটকের নির্মাতাকে। কারণ তার নাটকে অভিনয়ের মধ্যদিয়েই আমি অভিনয়ে ফিরছি। সহশিল্পী হিসেবে সজলকে পেয়েও ভালো লাগছে। সজল আমার খুব ভালো একজন বন্ধু’। এদিকে মোনালিসা জানান মাহফুজ আহমেদ’র প্রযোজনায় বেশ কিছু নাটকে তিনি অভিনয় করবেন। ভিন্ন ভিন্ন কয়েকজন পরিচালক সেগুলো নির্মাণ করবেন। পাশাপাশি সাগর জাহান, তাজ’সহ আরো বেশ ক’জন নির্মাতার নির্দেশনাতেও নাটকে অভিনয় করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন