শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রকাশিত হলো নয়ন রঞ্জন মুখোপাধ্যায় এর সেই মোহানার ধারে

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে নয়ন রঞ্জন মুখোপাধ্যায়ের রবীন্দ্র সঙ্গীতের অডিও অ্যালবাম ‘সেই মোহানার ধারে’। অ্যালবামটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন শ্রাবণী মুখোপাধ্যায়। এর আগে শিল্পী নয়ন রঞ্জন মুখোপাধ্যায়ের ২০১২ সালে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম লেজার ভিশন থেকে প্রকাশ পায়। এবারের অ্যালবামে নয়ন রঞ্জন মুখোপাধ্যায়ের খোলা লিপিকা এবং সুরেলা কণ্ঠে ১০টি রবীন্দ্রনাথের গান এবং তারই সাথে রয়েছে কলকাতার শ্রাবণী মুখোপাধ্যায়ের কণ্ঠে কবিতা আবৃত্তি এবং রবীন্দ্রনাথের লিপিকার অপরূপ কথন। গান, কবিতা ও লিপিকার কথনের সম্মেলনে ‘সেই মোহানার ধারে’ এবারের বৈশাখের একটি অনন্য সংকলন। অ্যালবামটি সবার ভালো লাগবে বলে লেজার ভিশন কর্তৃপক্ষের বিশ্বাস। উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- তুমি যে আমারে চাও, রাত্রি এসে যেথায় মেশে, প্রেম এসেছিল নিঃশব্দ চরণে, ছিন্ন পাতার সাজাই তরণী ও দিন শেষের রাঙা মুকুল ইত্যাদি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন