স্টাফ রিপোর্টার : আগামী ১১ মে থেকে ফ্রান্সের কান’-এ শুরু হতে যাচ্ছে ‘কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এই উৎসবে যোগ দিতে গতকাল রাতে উৎসবে যোগ দিতে কানে গিয়েছেন তৌকীর আহমেদ। উৎসবে তার পরিচালিত অজ্ঞাতনামা সিনেমাটি প্রদর্শিত হবে। উৎসবে বাণিজ্যিক শাখা ‘মার্শেদু ফিল্ম’র আওতাধীন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এই শাখায় ‘প্যালেস আই’ হলে আগামী ১৭ মে সন্ধ্যা ছয়টায় সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। কান’-এ যাবার আগে তৌকীর আহমেদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর দর্শকের সামনে আমাদের চলচ্চিত্র তুলে ধরাটা এখন অনেক জরুরি। কান চলচ্চিত্র উৎসব ঠিক তেমনি একটি প্ল্যাটফরম যেখানে আমরা আমাদের অজ্ঞাতনামা প্রিমিয়ার করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, আগামীতে আমাদের চলচ্চিত্র নির্মাতারা বিশেষ করে তরুণ চলচ্চিত্র নির্মাতারা কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করতে পারবে। কারণ এই সময়ের তরুণ পরিচালকরা অনেক মেধাবী। আর এভাবেই বিশ্ব বাজারে আমাদের চলচ্চিত্র স্থান করে নিবে।’ তৌকীর আহমেদ’র সঙ্গে গিয়েছেন তার সহধর্মিনী বিপাশা হায়াত এবং ফরিদুর রেজা সাগর, ইবনে হাসান খান, ফরহাদুর রেজা প্রবাল। এদিকে তৌকীর আহমেদ’র ‘অজ্ঞাত নামা’ আগামী ২১ মে ইটালির নেপলসে অনুষ্ঠিতব্য ‘ইন্ডিপেÐেন্ট ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ চলচ্চিত প্রতিযোগিতা বিভাগে বিশ্বের অন্যান্য সাতটি দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে। ফ্যাস্টিভ্যালে অংশগ্রহণের উদ্দেশে কান থেকে তৌকীর ও বিপাশা ১৯ মে ইটালিতে যাবেন। সেখান থেকে ২৪ মে তারা দেশে ফিরবেন। তিনি জানান, আগামীতে কোন একটি সুবিধবাজনক সময়ে ‘অজ্ঞাতনামা’ দেশে মুক্তি দেয়া হবে’। দেশে ফিরে তৌকীর ঈদের জন্য নিজে নাটক নির্মাণের পাশাপাশি আবুল হায়াত, আরিফ খান, সকাল আহমেদ, শাহাদাৎ রাসেলের নির্দেশনায় ঈদ নাটকের কাজ করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন