এসিআই স্যান্ডাল সোপ ক্যালেন্ডার গার্লস ২০১৯-এর যাত্রা শেষ হলো ৬ জন বিজয়ীর এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। গত ২৭ ডিসেম্বর এসিআই সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর, ফাইনান্স এবং প্ল্যানিং, প্রদীপ কর চৌধুরী এবং বিজনেস ডিরেক্টর, মোঃ কামরুল হাসান। নভেম্বরে শুরু হওয়া প্রতিযোগিতাটি দেশজুড়ে তরুণীদের কাছ থেকে অভ‚তপূর্ব সাড়া পায়। দশ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত সেরা ৩০ জনের ফটোশুট দিয়ে শুরু হয় প্রথম রাউন্ড। বিচারকদের গ্রুমিং সেশনের মাধ্যমে নির্বাচিত হয় সেরা ১০ জন। দর্শক ভোট এবং বিচারকদের রায়ে সেরা ৬ জন প্রতিযোগী এসিআই স্যান্ডাল সোপ-এর এক্সক্লুসিভ ২০১৯ ক্যালেন্ডারে নিজেদের মডেল হিসেবে উপস্থাপন করার সুযোগ পায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন