শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বিশ্বে মর্যাদাবান ব্যক্তি এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে বিশ্বের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যক্তি হিসেবে ভূষিত করা হয়েছে। রাসিদ নিউজ নেটওয়ার্ক নামে একটি সংস্থার জরিপে তিনি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হিসেবে স্বীকৃতি পান। মিসরের এ অনলাইনটি ২০১১ সালের ২৫ জানুয়ারির গণবিপ্লবের পর প্রতিষ্ঠা করা হয়। আরববিশ্বে এ অনলাইনটির বেশ জনপ্রিয়তা রয়েছে। জরিপে তিন লাখের বেশি লোক অংশ নিয়েছেন। এর মধ্যে এরদোগানের পক্ষে পড়েছে ৭৭ শতাংশ ভোট। কাজেই গত বছরের সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এরদোগানকে। এতে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পক্ষে পড়ে ৫২ শতাংশ ভোট। মুসলিম ব্রাদারহুড ঘঁষা এ সংস্থাটির জরিপ ২০১১ সালের ২৫ জানুয়ারী ব্যাপক জনপ্রিয়তার মাধ্যমে শুরু হয়। পরে এটি মিসর ও আরব বিশ্বে অনেক প্রভাব ফেলে। এ জরিপে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ৫২ শতাংশ ভোট পেয়ে মিসরের সবচেয়ে ‘মর্যাদাবান’ ব্যাক্তি নির্বাচিত করা হয়েছিলেন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md.shahin alom ৯ জানুয়ারি, ২০১৯, ৯:২৫ পিএম says : 0
apni muslim der bolisto kontoshor
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন