শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধ্রুব টিভি’তে আসছে মীর সাব্বির-মৌটুসীর নাটক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

‘বেশ কয়েকামস আগে নাটকটির কাজ করেছিলাম। নাটকটির গল্প মূলত আমাকে ঘিরেই। নাটকে আমার চরিত্রের নাম আনোয়ার। তার কাছে যে কোন সমস্যা আসলেই সে বলে নো প্রবলেম। কিন্তু শেষমেষ একটা না একটা সমস্যা হয়েই যায়। নাটকটিতে মৌটুসীও অসাধারণ অভিনয় করেছেন। কমেডি ঘরানার এ নাটকটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আশা রাখি।’ লিটু করিমের নির্দেশনায় ‘নো প্রবলেম আনোয়ার’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে কথাগুলো বললেন মীর সাব্বির। এই নাটকে মীর সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। মৌটুসী জানান, নাটকটি দর্শকের ভালোলাগবে। নাটকটি শিঘ্রই ‘ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নতুন বছরে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে কাজ করবেন বলে জানিয়েছেন মৌটুসী বিশ্বাস। নতুন বছরে নতুন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করবো। বেশ কয়েকটি সিনেমায় কাজ করারও প্রস্তাব এসেছে। তবে ইউনিট ভালো না হলে সিনেমায় কাজ করার ইচ্ছা নেই।’ মৌটুসী বিশ্বাস বর্তমানে বাংলাভিশনে প্রচার চলতি মাসুদ সেজানের ‘খেলোয়াড়’, এনটিভিতে প্রচার চলতি আদিবাসী মিজানের ‘মিস্টার টেনসন’ এবং আরটিভিতে প্রচার চলতি অঞ্জন আইচের ‘অর্ধ সত্য’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিনয়ের বাইরে মৌটুসী বিশ্বাস পুরোটা সময়ই সংসারে দিয়ে থাকেন। তার একমাত্র মেয়ে আরিয়াকে নিয়েই তার সময় কেটে যায়। সবমিলিয়ে অভিনয় এবং সংসার জীবন নিয়ে বেশ ভালো আছেন মৌটুমী বিশ্বাস।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন