জিয়া উদ্দিন আলমের কথা ও সুরে দুই গান গাইলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী সালমা। একটির শিরোনাম আপন মানুষ, অন্যটি আমারে ভুলিয়া বন্ধু। ফোক ঘরানার গান দুইটি প্রকাশ পাবে নতুন দুই কোম্পানীর ব্যানারে। আপন মানুষ প্রকাশ পাবে ডিজিটাল সলিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রস গোল্লায়, আমারে ভুলিয়া বন্ধু প্রকাশ পাবে ম্যাক্স ব্যাগ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ম্যাক্স ব্যাগ ইন্টারটেইন্টমেন্ট-এ। গান দুটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহিন। খুব শিগগিরই গান দুইটির মিউজিক ভিডিও সহ প্রকাশ পাবে দুই কো¤পানীর ইউটিব চ্যানেলে। সালমা বলেন, জিয়া উদ্দিন আলম ভাইয়ের লেখা ও সুরে গান গেয়ে খুব প্রসংশা পেয়েছি। গানের কথা আমার জীবনের গল্পের সাথে মেলে যায়। নতুন গান দুইটি হিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কথা ও সুর সব মানুষের মনে দাগ কাটবে বলে আমি আশা করি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন