ভুয়া ফেসবুক নিয়ে বেশ বিব্রতকার পরিস্থিতিতে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে ফেসবুকে তার নামে একটি ভেরিফায়েড পেজ রয়েছে। তবে তার ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফায়েড না। এ সুযোগে অপু বিশ্বাস নামে খোলা হচ্ছে একাধিক ভুয়া অ্যাকাউন্ট। এ নিয়ে চিন্তিত অপু। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে খুব সহজে ভক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়। তবে এ মাধ্যমেও নানা সময়, নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়। আমার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট আছে। এ নিয়ে প্রায়ই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এসব অ্যাকাউন্ট থেকে নাম ভাঙ্গিয়ে ভক্তদের সঙ্গে কথা বলে অন্য কেউ। এমন অসংখ্য অভিযোগ পেয়েছি। তাই বাধ্য হয়ে ভেরিফায়েড পেজ থেকে ভুয়া অ্যাকাউন্ট শেয়ার করেছি। তিনি বলেন, আমি ভক্তদের অনুরোধ করব, তারা যেন আমার ভেরিফায়েড পেজে যুক্ত থাকেন। এ পেজের মাধ্যমেই তারা আমার সর্বশেষ কাজ ও খোঁজ-খবর পাবেন। আর আমার নামে থাকা অন্যসব পেজ বা অ্যাকাউন্টে তারা যেন রিপোর্ট করেন। এতে ভুয়া পেজ থেকে হয়রানির ঘটনা অনেকটাই কমে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন