হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭৬ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ফলাফল চূড়ান্ত হয়েছে। ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের গোল্ডেন গ্লোব পেয়েছে ‘বোহেমিয়ান রাপসোডি’ একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কৃত হয়েছেন রেমি মালিক। কমেডি বা মিউজিকাল বিভাগে সেরা চলচ্চিত্রসহ তিনটি পুরস্কার জিতেছে ‘গ্রিন বুক’। ছয়টি মনোনয়ন পেয়ে শুধু শ্রেষ্ঠ অভিনেতা (কমেডি বা মিউজিকাল বিভাগে একটি পুরস্কার পেয়েছে ‘ভাইস’।
হলিউডের প্রধান দুই পুরস্কার অনুষ্ঠানের একটি গোল্ডেন গ্লোব দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। অস্কারের এক ধরনের পূর্বাভাস হিসেবে গোল্ডেন গ্লোবকে গণ্য করা হয়। আসলেই তা ফলে কিনা জানবার জন্য এখন ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অপেক্ষায় থাকতে হবে।
বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য এ বছরের সিসিল বি. ডিমিল সম্মাননা পেয়েছেন অভিনেতা জেফ ব্রিজেস। । গত বছর এই সম্মান পেয়েছিলেন পেয়েছিলেন টিভি ব্যক্তিত্ব এবং অভিনেত্রী ওপরা উইনফ্রি। পাশাপাশি এবার শুরু হয়েছে টিভি মাধ্যমের জন্য ক্যারল বার্নেট আ্যাওয়ার্ডস, এটি পেয়েছেন ক্যারল বার্নেট স্বয়ং। এবারের মিস গোল্ডেন গ্লোব ছিলেন অভিনেতা ইড্রিস এলবার ইসান এলবা।
এবার অনুষ্ঠানটির প্রধান উপস্থাপক ছিলেন দুই অভিনয়শিল্পী অ্যান্ডি স্যামবার্গ এবং স্যান্ড্রা ও । তারা এই প্রথম গোল্ডেন গ্লোব উপস্থাপনা করলেন।
২০১৮’র ৬ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা করা হয়।
৭৬তম গোল্ডেন গ্লোব জয়ীরা
সেরা চলচ্চিত্র (ড্রামা) : ‘বোহেমিয়ান রাপসোডি’।
শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - ড্রামা) : গ্রেন ক্লোজ (‘দ্য ওয়াইফ’)।
শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - ড্রামা) : রেমি মালিক (‘বোহেমিয়ান রাপসোডি’)।
সেরা চলচ্চিত্র (কমেডি বা মিউজিকাল) : ‘গ্রিন বুক’।
শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : অলিভিয়া কলম্যান (‘দ্য ফেভারিট’)।
শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : ক্রিস্টিয়ান বেল (‘ভাইস’)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স’।
সেরা বিদেশী ভাষাভিত্তিক চলচ্চিত্র : ‘রোমা’ (মেক্সিকো)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : রেজিনা কিং (‘ইফ বিল স্ট্রিট কুড টক’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : মাহারশালা আলি (‘গ্রিন ব্রুক’)।
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : আলফন্সো কুয়ারন (‘রোমা’)।
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : ব্রায়ান হেইজ কারি, পিটার ফ্যারেলি এবং নিক ভ্যালেঙ্গা (‘গ্রিন বুক’)।
শ্রেষ্ঠ যন্ত্রসঙ্গীত পরিচালক (চলচ্চিত্র) : জাস্টিন হারউইটজ (‘ফার্স্ট ম্যান’)।
শ্রেষ্ঠ কণ্ঠসঙ্গীত (চলচ্চিত্র) : কথা ও সুর- লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসামানডো এবং অ্যান্ড্রু ওয়ায়েট (গান : ‘শ্যালো’; চলচ্চিত্র : ‘আ স্টার ইজ বর্ন’)।
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : ‘দি অ্যামেরিকান্স’।
শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - ড্রামা) : স্যান্ড্রা ও (‘কিলিং ইভ’)।
শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - ড্রামা) : রিচার্ড ম্যাডেন (‘বডিগার্ড’)।
সেরা টেলিভিশন সিরিজ (কমেডি বা মিউজিকাল) : ‘দ্য কমিনস্কি মেথড’।
শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : রেচেল ব্রশায়ান (‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’)।
শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : মাইকেল ডগলাস (‘দ্য কমিনস্কি মেথড’)।
সেরা মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : ‘দি অ্যাসাসিনেশন অফ জিয়ানি ভার্সাচি : অ্যামেরিকান ক্রাইম স্টোরি’।
শ্রেষ্ঠ অভিনেত্রী (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : প্যাট্রিসিয়া আর্কেট (‘এস্কেপ অ্যাট ড্যানেমোরা’)।
শ্রেষ্ঠ অভিনেতা (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : ড্যারেন ক্রিস (‘দি অ্যাসাসিনেশন অফ জিয়ানি ভার্সাচি : অ্যামেরিকান ক্রাইম স্টোরি’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : প্যাট্রিসিয়া ক্লার্কসন (‘শার্প অবজেক্টস’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (সিরিজ, মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : বেন উইশ (‘আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল’)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন