বেলাল খানের সঙ্গে প্রথমবারের মতো প্লে ব্যাক করেছেন কর্ণিয়া। চলচ্চিত্রটির নাম দরদ। সুদীপ কুমার দীপের লেখা এ গানটির প্রথম দুই লাইন এমন- হাজার জনম ধরে যদি তোমাকে পেতাম/ ভালোবেসে যেতাম শুধু ভালোবেসে যেতাম। এটির সুর ও সংগীত করেছেন শামিম আহমেদ। গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, এটা পুরোপুরি রোমান্টিক গান। এর মাধ্যমে চলতি বছরে প্রথম প্লেব্যাক করলাম। আর কর্নিয়ার সঙ্গে এর আগে কাজ করলেও সিনেমার গানে প্রথম কাজ করা হলো এটি। সুন্দর কাজ হয়েছে এটা। উল্লেখ্য, এর আগে মিশ্র অ্যালবামে বেলাল খানের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কর্নিয়া। গানের শিরোনাম ছিল তারায় তারায়।
মন্তব্য করুন