লাইফ ওকে চ্যানেলের ‘বহু হামারি রজনী কান্ত’ সিরিয়ালটি এখন দর্শকদের কাছ থেকে বেশ আনুক‚ল্য পাচ্ছে। তবে সিরিয়ালটির তারকাদের নিয়ে গুজবেরও অন্ত নেই। যেমন সম্প্রতি গুজরটে করণ ভি. গ্রোভার প্রধান পুরুষ চরিত্র শান্তনু কান্ত’র ভ‚মিকায় অভিনয় করা ছেড়ে দিচ্ছেন। তবে সর্বশেষ খবরে জানা গেছে গুজবটি এখন আর সত্য নয়, তিনি সিরিয়ালটি ছাড়ছেন না।
করণ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, তার আগামী চলচ্চিত্রটির কাজ আউটডোরে হবে এবং সেখান তাকে একমাস থাকতে হবে বলে তিনি ‘বহু হামারি রজনী কান্ত’ সিরিয়ালটি ছাড়বার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত চলচ্চিত্রটির আউটডোর শুটিংয়ের পরিকল্পনা বাতিল করা হয়েছে এবং তা পরিবর্তে মুম্বাইতেই তাকে কাজ করতে হবে। এর ফলে চলচ্চিত্র এবং সিরিয়ালের নির্মাতারা তাকে ঘিরে সময় এদিক সেদিক করে নিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন