শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কান চলচ্চিত্র উৎসবে সাংবাদিক রিমন মাহফুজ

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ৬৯ কান চলচ্চিত্র উৎসব কাভার করতে গেলেন সাংবাদিক রিমন মাহফুজ। ফ্রান্সের কান শহরে আগামী ১১ মে থেকে ২২ মে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এতে যোগ দিতে দৈনিক আমাদের অর্থনীতির বার্তা সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংস্কৃতিক সম্পাদক রিমন মাহফুজ গতকাল কান-এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রিমন মাহফুজ ১৯৯৭ সালে দৈনিক ভোরের কাগজে শিক্ষানবিস প্রতিবেদক, ১৯৯৮ সালে শিশুতোষ পত্রিকা কিশোর ভুবনে সহকারী সম্পাদক, ২০০২ সালে দৈনিক জনকণ্ঠে নিজস্ব প্রতিবেদক, ২০০৪ সালে দৈনিক খবরে নিজস্ব প্রতিবেদক ও ২০০৭ সালের মার্চে দৈনিক আমাদের সময়ে বিনোদন প্রতিবেদক হিসেবে যোগ দেন। বর্তমানে দৈনিক আমাদের অর্থনীতির বার্তা সম্পাদক পদে কর্মরত। পাশাপাশি বিনোদনমূলক ম্যাগাজিন তারকা কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন