শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাসপোর্ট অধিদপ্তর ও বিটিআরসিতে নতুন ডিজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান এবং বিটিআরসির মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে নিয়োগ দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দায়িত্ব পালনের জন্য মেজর জেনারেল সোহায়েলের চাকরি প্রতিরক্ষা বিভাগ থেকে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়। একই সঙ্গে মেজর জেনারেল মাসুদ ইতোমধ্যে সেনাবাহিনীতে ফিরে নেয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুল করিমের মজুমদারকে বিটিআরসির মহাপরিচালক করে আলাদা প্রজ্ঞাপনে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়। এছাড়া বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন