রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তিন দুয়ারের কোলে গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন আলী যাকের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


সম্প্রতি আশুলিয়ার এবিসি গার্ডেন প্রাঙ্গনে ইউপিএল থেকে প্রকাশিত সফল নির্মাণশিল্পী সুভাষ ঘোষের স্মৃতিচারণমূলক আত্মকথা তিন দুয়ারের কোলে গ্রন্থে’র প্রকাশনা উৎসব পালন করা হয়েছে। লেখক সুভাষ ঘোষ বর্তমানে অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেডের (এবিসি) চেয়ারম্যান পদে অধিষ্ঠিত। তার জন্ম পাবনার সুজানগরে এবং শৈশব কেটেছে সেখানে। আত্মকথায় ছেলেবেলার স্মৃতি, লেখাপড়া, চোখের সামনে ঘটতে দেখা সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, একাত্তর ইত্যাদি ঘটনাবলীর পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে একজন বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে তার উত্থানের কাহিনী উঠে এসেছে গ্রন্থটিতে। অনুষ্ঠানের আলোচনা পর্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও এশিয়াটিক থ্রি-সিক্সটি’র গ্রæপ চেয়ারম্যান আলী যাকের। বইয়ের আলোচনায় তিনি বলেন, বইটি পড়তে গিয়ে তিনি লেখকের সহোদর হিসেবে নিজেকে কল্পনা করেছেন এবং বাংলাদেশে রচিত আত্মজীবনীর মধ্যে এই বইটি অন্যতম শ্রেষ্ঠ বই হিসেবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। আলী যাকের বইটির মুখবন্ধও রচনা করেছেন, যেখানে তিনি বইটিকে বর্ণনা করেছেন ‘আনপুটডাউনেব্ল’ হিসেবে, অর্থাৎ যে বইটি রেখে ওঠা যায় না”। আলী যাকের তার মুখবন্ধে লেখকের বাল্যকালের স্মৃতি রোমন্থনকে আখ্যায়িত করেছেন এভাবে: ‘এক চিরায়ত বাঙালীর সর্বজনীন এবং শাশ্বত অভিজ্ঞতাপুষ্ট আত্মকাহিনী যা আমাদেরও নিজস্ব কথা’। দেশভাগ ও ষাটের দশকে পাকিস্তানী সরকারের প্ররোচনায় শুরু সা¤প্রদায়িক দাঙ্গার সময়ে লেখকের অভিজ্ঞতা এবং তার সাথে তার নিজের অভিজ্ঞতার সামঞ্জস্য নিয়েও তিনি কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন