সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবগঞ্জে আ.লীগ নেতার ওপর হামলার ঘটনায় মামলা, আটক ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ৪:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমপুর ঘাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ দুজনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। আটকরা হলেন- উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমপুর খোঁচপাড়ার মজিবুর রহমানের ছেলে নাঈম আলীকে (২২) ও একই এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫)। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল ইসলাম জানান, উমরপুর ঘাট এলাকায় বসির আলী ও এমদাদুলের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শুক্রবার রাতে আটক করে শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদির অভিযোগ- হামলাকারীরা জামায়াত-শিবিরের ক্যাডার। থানায় ১২-১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সামিল উদ্দিন আহম্মদ শিমুল দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে শ্যামপুর ইউনিয়নের উমরপুর ঘাট এলাকায় এমদাদুল হক বসে ছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে ৮-১০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এ সময় এমদাদুলকে বাঁচতে বসির আলী এগিয়ে আসেন। এ সময় তাকেও মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন- শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উমরপুর খোঁচপাড়ার মোজাহার আলীর ছেলে বসির আলী (৪২) ও ইউনিয়ন যুবলীগ সদস্য ও রফিকুল ইসলামের ছেলে এমদাদুল হক (৩০)। এছাড়াও গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের লহালামারী বাজারে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইয়াসিন আলী ফিটু (৪৫) বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন