শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবগঞ্জে ভারতীয় জালরুপি ও অস্ত্রসহ আটক ৩

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ২:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর স্কুলের সামনে থেকে দশ লাখ টাকা ভারতীয় জালরুপি, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় (ঢাকা মেট্রো গ ১২ ৫৬০৮) নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতরা হল- ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুরের সাগর চন্দ্র সরকারের ছেলে প্রদীপ সরকার (২৮), শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের সাতরশিয়া মধ্যপাড়ার আবদুস সোবহানের ছেলে টুয়েল আলী (২৫) ও রসুনচকের মৃত আবদুল মান্নানের ছেলে মতিউর রহমান ওরফে বকুল (৩০)। শিবগঞ্জ থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মোবারকপুর হাই স্কুলের সামনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা ভারতীয় জালরুপি ও আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন