শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : অবশেষে একাধিক ঘটনার প্রতারক চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানীর সাবেক গাড়ি চালক নূর আলম পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৌর এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। পিন্টুর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে থানায় একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। অভিযোগ থেকে জানাযায়, নুর আলম পিন্টু এমপির গাড়ি চালক থাকা অবস্থায় বিভিন্ন জনকে সরকারি চাকুরিসহ নানান প্রলোভন দিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। আর এ প্রতারণার কাজে তাকে সহযোগিতা করেছে তার আপন ভাই পুলিশ কনস্টেবল সারওয়ার জাহান নান্টু। প্রতারণার বিষয়টি ধামাচামা দিতেও সে নানা রকম মিথ্যার আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে পাওনাদারদের বিরুদ্ধেই শিবগঞ্জ পৌরসভায় অভিযোগ ও চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গেল ২৪ ডিসেম্বর পিন্টুর স্ত্রী রোকশানা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন,পৌর এলাকার কুমারপাড়া গ্রামের তামসুরুদ্দিনের ছেলে মোহাম্মদ আলীর কাছে ২০ লাখ ৪০ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা উদ্ধারের জন্য আবেদন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন