শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সন্তোষজনক অবস্থানে ‘উরি : সার্জিকাল স্ট্রাইক’ আর ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

গত শুক্রবার বলিউডের ‘ঝল’, ‘উরি : সার্জিকাল স্ট্রাইক’, ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘ব্যাটালিয়ন সিক্স ও নাইন’, ‘পেয়ার সে পেয়ার তাক’, ‘ফালসাফা- দি আদার সাইড’, ‘সেভেন ও সিক্স’ এবং ‘খামিয়াজা- জার্নি অফ এ কমন ম্যান’ ফিল্মগুলো মুক্তি পেয়েছে। এর মধ্যে দর্শক টেনেছে ‘উরি : সার্জিকাল স্ট্রাইক’ এবং ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সত্যি কথা বলতে এতোগুলো ফিল্মের ভিড়েও ফিল্ম দুটি সন্তোষজনক আয় করতে সক্ষম হয়েছে। ভারতীয় কাশ্মীরের উরির সেনা ছাউনিতে হামলার পর ভারতীয় প্রতিশোধ অভিযান নিয়ে ওয়ার অ্যাকশন ফিল্ম ‘উরি : সার্জিকাল স্ট্রাইক’ পরিচালনা করেছেন আদিত্য ধর। এতে অভিনয় করেছেন ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, কীর্তি কূলহারি এবং মোহিত রায়না। শুক্রবার ফিল্মটি আয় করেছে ৮.২ কোটি রুপি। শনিবার আর রবিবারের ১২.৪৩ কোটি রুপি এবং ১৫.১০ কোটি রুপি আয়ে সপ্তাহান্তে ফিল্মটির আয় ৩৫.৭৩ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ১০.৫১ কোটি রুপি। ফিল্মটি প্রশংসিত হয়েছে। জীবনীচিত্র ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ পরিচালনা করেছেন বিজয় রত্মকর গুত্তে। অভিনয় করেছেন অনুপম খের, অক্ষয় খান্না, অর্জুন মাথুর, সুজান বার্নার্ট, অহনা কুমরা, অতুল শর্মা, দিব্য শেঠ, অনিল রাস্তোগি, বিপিন শর্মা এবং শিবকুমার সুব্রামানিয়াম। প্রাথমিক কিছু বাধার মুখোমুখি হলেও মুক্তি পাবার পর ফিল্মটি বেশ ভাল চলছে। শুক্রবার ৩.৫০ কোটি রুপি আয় দিয়ে শুরু করে ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত আয় করেছে ১১.৯০ কোটি রুপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন