শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নন-ফিকশন সিরিজ উপস্থাপনায় প্রিন্স নারুলা

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের নবম মৌসুম জয়ের পর প্রিন্স নারুলা আরেকটি নন-ফিকশন শোতে অংশ নিতে যাচ্ছেন। এবার তাকে জিং চ্যানেলের ‘পেয়ার তুনে কিয়া কেয়া’ সিরিজটির অষ্টম মৌসুম উপস্থাপনা করতে দেখা যাবে।
‘পেয়ার তুনে কিয়া কেয়া’ সিরিজটিতে আবেগঘন প্রেমের বাস্তব কাহিনী অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। বর্তমান মৌসুমটি উপস্থাপনা করছেন নিতি টেইলর এবং সিদ্ধার্থ গুপ্ত।
বিষয়টি নিশ্চিত করতে গিয়ে প্রিন্স নারুলা বলেছেন, “আমি ‘পেয়ার তুনে কিয়া কেয়া’ সিরিজটির আগামী মৌসুমটি উপস্থাপনা করতে যাচ্ছি। আমি এর আগে কখনো উপস্থাপনা করিনি। এটিই প্রথমবার।”
প্রিন্স নারুলা ‘বিগ বস নও’-এর আগে ‘এমটিভি রোডিজ এক্সটু’ (২০১৫) এবং ‘এমটিভি স্পিøটসভিলা এইট’ (২০১৫) রিয়েলিটি শো দুটিতেই বিজয়ী হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন