স্টাফ রিপোর্টার : চলচ্চিত্র থেকে দীর্ঘদিন দূরে ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন। এ জন্য নিজেকে চলচ্চিত্র উপযোগী করে তুলছেন। নিয়মিত জিম করছেন। দর্শকের সামনে তিনি তার আগের রূপে হাজির হতে চাচ্ছেন। ইতোমধ্যে মিজানুর রহমান শামীম পরিচালিত ‘অপরাধ জগৎ’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। জুন থেকে একই পরিচালকের ‘ফাঁসির আসামি’ নামে আরো একটি সিনেমার কাজ শুরু করবেন। এভাবেই একের পর এক সিনেমা করে যেতে চান রুবেল। তিনি বলেন, এখন চলচ্চিত্রে দারুণ শিল্পী সংকট চলছে। এভাবে আর কিছু দিন চলতে থাকলে চলচ্চিত্র নামক শিল্পটা বিলীন হয়ে যাবে। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে আমি তা মেনে নিতে পারি না। নুন খেয়েছি তাই নেমকহারামি করতে চাই না। আমার রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। এটা ছাড়া বাঁচা সম্ভব নয়। রুবেল চলচ্চিত্রের বর্তমান করুণ অবস্থার জন্য শাকিবকেও দায়ী করেন। তিনি বলেন, শাকিব একচেটিয়া রাজত্ব করছেন। এটা তার জন্য যেমন ক্ষতি হয়েছে, তেমনি চলচ্চিত্রেরও অনেক ক্ষতি হয়েছে। আমরা যখন অভিনয়ে নিয়মিত ছিলাম তখন আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। এখন তা নেই। শাকিবের কোনো প্রতিদ্ব›দ্বীই নেই। শাকিব নিজেই তার প্রতিদ্ব›দ্বী হতে দেন না। রাজনীতি করে চলচ্চিত্রের বারোটা বাজিয়ে দিচ্ছেন। নিজের আখের গোছাতে হাজার হাজার মানুষের পেটে লাথি মারছেন। শেষ পর্যন্ত ভারতীয় দাদাদের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের চলচ্চিত্রকে নিঃশেষ করে দেয়ার ছক তৈরি করেছেন। তিনি বলেন, কিছু দিন আগে কাফনের কাপড় মাথায় দিয়ে মিছিল-মিটিং করে বছর না পেরুতেই দাদাদের সাথে হাত মেলালেন শাকিব। তিনি শাকিবের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, কেনরে ভাই, শুধু নিজের চিন্তাটাই করলেন? হাজার হাজার মানুষ যে এই চলচ্চিত্রের দিকে তাকিয়ে আছে, তাদের জীবিকানির্বাহের একমাত্র স্থানটাকে কেন কয়েকজন মিলে দাদাদের হাতে তুলে দিতে যাচ্ছেন? তিনি বলেন, এখন চলচ্চিত্রে যেসব অনিয়ম চলছে এগুলো সমাধান করতে ছয় মাসের বেশি লাগে না। আমার হাতে ক্ষমতা থাকলে যারা এই অনিয়মের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতাম। আমি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন মিটিংয়ে সরাসরি এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলি এবং বলেই যাব।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন