অভিনেত্রী উইনোনা রাইডার তার ‘ড্রাকুলা’ সহ-অভিনেতা কিয়ানু রিভ্সকে প্রায়ই ‘হাজব্যান্ড’ বলে সম্বোধন করেন। উইনোনার বিশ্বাস ১৯৯২ সালে চলচ্চিত্রটি নির্মাণের সময় বাস্তবেই তাদের বিয়ে হয়েছিল। রাইডার গত বছর বলেছিলেন, ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ফিল্মটির শুটিংয়ের সময় একজন রোমানীয় যাজক তাদের বিয়ের মন্ত্র পাঠ করিয়েছিলেন। রিভ্স (৫৪) এক অনুষ্ঠানে সম্প্রতি জানান রাইডার (৪৭) মাঝে মাঝে তাকে ফোনে ‘হ্যালো’ হাজব্যান্ড’ বার্তা পাঠান। “মাঝে মাঝে আমি এমন মেসেজ পাই যাতে লেখা থাকে, ‘হ্যালো, হাজব্যান্ড’। আমি তার কথায় বিশ।বাস করি না। তারপর ‘ড্রাকুলা’ পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা উইনোনার সঙ্গে যোগাযোগ করেন এবং প্রকাশ্যে বলেন, তা আসলেও ঘটেছিল, যাজক সব রীতিই পালন করেছিল,” রিভস বলেন। তিনি বলেন উইনোনার সঙ্গে ‘বিবাহিত জীবন’ দারুণ। ড্রাকুলা ছাড়া এরা দুজন ‘এ স্ক্যানার ডার্কলি’ এবং দ্য প্রাইভেট লাইভস অফ পিপা লি’ চলচ্চিত্রে অভিনয় করেন। সম্প্রতি তারা ‘ডেস্টিনেশন ওয়েডিং’ নামে একটি কমেডিতে অভিনয় করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন