শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ব্যাডমিন্টন টিম পৃষ্ঠপোষকতায় তাপসী পান্নু

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

অনুরাগ কাশ্যপের ‘মানমার্জিয়া’র পর অভিনেত্রী তাপসী পান্নু এমন এক চরিত্রের খোঁজে আছেন যার জন্য তাকে অস্বস্তিতে থাকতে হয়। “এমন পরিস্থিতি থেকেই ভাল কিছু বেরিয়ে আসে। আসলে আমি যত ফিল্মে কাজ করেছি তার সবগুলোতেই এমন অস্বস্তিতে থাকতে হয়েছে,” ৩১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন। অনুরাগ কাশ্যপের ‘ওম্যানিয়া’তে পান্নু বাস্তব এক নারী শুটারের ভূমিকায় অভিনয় করেছেন। এই ফিল্মটি ভারতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠা দুই শুটার চন্দ্র তোমার এবং প্রকাশি তোমারের জীবন নিয়ে নির্মিত। ৫০ বছর পেরিয়ে তারা শুটিং শুরু করে এবং ৮০ বছরের পরও তারা ক্রীড়াটি চালিয়ে যায়। তারা ‘রিভলভার দাদী’ নামে পরিচিত ছিল। “এই শুটার দাদীদের ভূমিকায় অভিনয় একটি বড় চ্যালেঞ্জ, এটি সাফল্য আনতে পারে আবার ব্যর্থও হতে পারে,” তিনি বলেন। কোনও প্রসথেটিকের সাহায্য না নিয়ে কণ্ঠ বদলে তাকে এই ফিল্মটিতে কাজ করতে হয়েছে। বিশেষ করে কণ্ঠ বদলাতে তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে। শুধু তাই নয় শুটিং শিখতে হয়েছে তাকে যাতে তার হাত খুব খারাপ ছিল। তিনি বলেন, “স্বস্তির একটিই দিক ছিল হরিয়ান্বিতে কথা বলতে হয়েছে।” অভিনয়ের পাশাপাশি ব্যবসায়েও হাতেখড়ি হয়েছে তাপসীর। তিনি সম্প্রতি পুনে সেভেন এইসেস ব্যাডমিন্টন টিমটি কিনেছেন। এই দলে আছেন অলিম্পিক গোল্ডমেডালিস্ট ক্যারোলিন ম্যারিন। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে (পিবিএল) তিনি তার দলকে সার্বক্ষণিক সঙ্গ দিচ্ছেন। পিভি সিন্ধু এবং সায়না নেহওয়ালও তার দলে আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন