শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রাতাড্ডা উইথ তানভীর এর অতিথি অনন্ত-বর্ষা

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর কোনো রেডিও লাইভে অংশ নিচ্ছেন আলোচিত তারকা জুটি অনন্ত-বর্ষা। এ সময়ের রেডিও লাইভ অনুষ্ঠানের ভেতরে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’। জাগো এফএম ৯৪.৪ এ প্রচারিত এই অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোমবার রাত ১০ টা ১২ টা পর্যন্ত লাইভ প্রচার হয়। আজ রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত লাইভ সেশনে অংশ নেবেন অনন্ত বর্ষা। উদয় চৌধুরীর পরিকল্পনা ও তানভীর তারেক-এর উপস্থাপনায় সমসাময়িক বিষয় ও তাদের নতুন চলচ্চিত্রসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানটি একই সাথে জাগো এফএম পেজ ও তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচারিত হবে। অনুষ্ঠান প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘অনন্ত-বর্ষা জুটির সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। এই দীর্ঘ সময়ে একাধিকবার আমার বিভিন্ন অনুষ্ঠানে তারা হাজির হয়েছেন। তবে আমার কোনো রেডিও লাইভে এই প্রথম তারা অংশ নিচ্ছেন। দুই ঘন্টার দীর্ঘ এই আলাপে অনেক কিছুই উঠে আসে, যা আসলে টিভি লাইভে সম্ভব হয় না। তাই অনুষ্ঠানটিতে বিশেষ কিছু বিষয় উঠে আসবে যা আগে কখনও শোনেননি বা দেখেননি দর্শকেরা। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন পুরো বিষয়টি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন