দেশ-বিদেশ থেকে আসা লাখো ভক্ত জনতার অংশগ্রহণে শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর ১১৩তম বার্ষিক ওরশ ফটিকছড়ির মাইজভান্ডারীর দরবারে অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রহমানিয়া মইনীয়া মনজিলের উদ্যোগে ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর কেন্দ্রীয় সভাপতি ও দরবারের সাজ্জাদানশীন শাহসূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। তিনি বলেন, সারা বিশ্বে আজ নিরীহ মানবতার আর্তনাদ চলছে। দুর্বলের উপর সবলের অত্যাচার নির্যাতনের ফলে বিশ্ববাসী আজ শঙ্কিত ও উদ্বিগ্ন। কাক্সিক্ষত উন্নয়ন, জনজীবনে গতি, স্বস্তি, সমৃদ্ধি আনতে সুশাসন ও ন্যায় বিচারের বিকল্প নেই।
তিনি বলেন, দেশে দেশে আজ মুসলমানরা নির্যাতিত ও নিগৃহীত। মুসলমানদের এই বিপর্যস্ত অবস্থা থেকে পরিত্রাণে মুসলিম বিশ্বের ঐক্যের বিকল্প নেই। তাই মাজহাব মিল্লাতের স্বার্থে মুসলমানদের ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে এককাতারে আসতে হবে। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল-হাসানী, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন আল-হাসানী, মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব এডভোকেট কাজী মহসীন চৌধুরী। বক্তব্য রাখেন কবির চৌধুরী, মো. আলমগীর খান, মঈনুল আলম চৌধুরী, এইচ এম মনজুরুল আনোয়ার চৌধুরী প্রমুখ। পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন