ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে জঙ্গি সন্দেহে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার রাতে তাদের আটক করা হয়। র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলি সাদিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে তিনজন পুরুষ ও এক নারী ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনে নামে। সঙ্গে সঙ্গেই তাদের আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তারা কোনো কথা বলছেন না। ফলে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা পুরোপুরি নিশ্চিত হতে পারেনি র্যাব।
ওই চারজন অনেকদিন ধরেই র্যাবের নজরদারিতে ছিলেন বলে জানান শিবলি সাদিক। অনলাইন এবং মোবাইলেও তাদের ওপর নজর রাখা হচ্ছিল।।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন