শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ক্রিকেটের আদলে সঙ্গীতবিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এমপিএল

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গানের প্রতিভা অন্বেষণে নতুন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান মিউজিক্যাল প্রিমিয়ার লীগ (এমপিএল) শুরু হতে যাচ্ছে। সবার দৃষ্টি কাড়তে ক্রিকেটের আইপিএল বা বিপিএলের আদলে  প্রতিযোগিতার এমন নামকরণ করা হয়েছে। এই রিয়েলিটি শোতে বিচারক হিসেবে থাকছেন জনপ্রিয় তিন সঙ্গীতশিল্পী শাকিলা জাফর, পার্থ বড়–য়া ও বাপ্পা মজুমদার। আগামী ১৪ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এমপিএল সম্প্রচার করবে চ্যানেল আই। এই প্রতিযোগিতায় কমিউনিক্যাশন অ্যান্ড অ্যাক্টিভেশন পার্টনার এশিয়াটিক থ্রি সিক্সটি ও ব্রডকাস্ট পার্টনার চ্যানেল আই। এর টাইটেল স্পন্সর সেভেন আপ। আয়োজকরা জানান, গানের খেলার মধ্য দিয়ে শিল্পীদের জন্য নতুন এক প্ল্যাটফর্ম গড়ে তুলবে সেভেন আপ মিউজিক প্রিমিয়ার লীগ। বাঙালির প্রিয় দুটি বিনোদনের মাধ্যম ক্রিকেট ও সংগীত। এই দুটিকে একসঙ্গে করে ক্রিকেটের ঘরোয়া লিগের আদলে গানের খেলার মধ্যদিয়ে দর্শকদের নতুন বিনোদন দিতেই এই মিউজিক্যাল রিয়েলিটি শোয়ের আয়োজন। তারা জানান, ইতোমধ্যে সারাদেশে শিল্পী অন্বেষনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ২০ মে পর্যন্ত। ৮টি বিভাগে অডিশনের মধ্যদিয়ে বাছাই করা শিল্পীদের নিয়ে ঢাকায় শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিটি দলে ৩ জন করে মোট ২৪ জন শিল্পী নিজ নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। শাকিলা জাফর জানান, নতুন অনুষ্ঠান, নতুন প্রতিযোগী মিলিয়ে বেশ ভালো একটি প্রতিযোগিতা হবে। আমি চাই এখান থেকে নতুন কোনো প্রতিভা বের হয়ে আসুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন