শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকায় আসছেন বলিউড নায়িকা শিল্পা শেঠি

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১:৪৪ এএম, ১২ মে, ২০১৬

বিনোদন ডেস্ক : আগামীকাল ঢাকা আসছেন বলিউডের নায়িকা শিল্পা শেঠি। ইভেন্ট কোম্পানি ‘দ্য প্ল্যাটফর্ম’-এর আয়োজনে এবং আমন্ত্রণে ‘প্যাসন ফর ফ্যাসন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় আসছেন তিনি। শিল্পা শেঠি ছাড়াও এই ফ্যাশন শোতে অংশ নেবেন দেশীয় ফ্যাশন মডেল-ইমি, হিরা, মারিয়া  মিলি, রাইয়া, ঈশা, মাসিয়াতসহ আরো অনেকে। বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাকে ১৫টি কিউ দিয়ে সাজানো হবে পুরো ফ্যাশন শোটি। ফ্যাশন শোটির কোরিওগ্রাফি করবেন ফ্যাশন কোরিওগ্রাফার সানজিদা হক আরেফিন লুনা। শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’-এ ফ্যাশন শো শুরু হবে। পুরো অনুষ্ঠানটি সরাসারি সম্প্রচার করবে আরটিভি। এ প্রসঙ্গে দ্য প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক সানজিদা হক আরেফিন লুনা বলেন, আমাদের ইভেন্ট কোম্পানি থেকে বরাবরই চেষ্টা করি ভালো কিছু করতে। তারই ধারাবাহিকতায় এবারো আয়োজন করা হচ্ছে সামার ফ্যাশন শো। দেশীয় পোশাককে আন্তর্জাতিকভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এ প্রয়াস। ইভেন্ট কোম্পানি এরিস্টক্রেট ইভেন্টস’র ব্যবস্থাপনা পরিচালক রাকিব হাসান বলেন, আমাদের ইভেন্ট কোম্পানি সব সময় কাজ করে চলেছে শো-বিজকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবারের আয়োজনটিও আরো বেশি জাঁকজমকপূর্ণ করার চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন