শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ও জো এক থা মেসায়া মওলানা আজাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের (লিনেশ ফানসে) জীবন নিয়ে এক চলচ্চিত্রের কাহিনী। তিনি তার সংগ্রামী জীবনে ইসলামের পক্ষে যেমন যুদ্ধ করেছেন তেমনি ছিলেন ভারতকে অবিভক্ত রাখতে অবিচল। এজন্য তাকে পাহাড়সম বাধার মোকাবেলা করতে হয়েছে। প্রথম দিকে মুসলমান বলে হিন্দুরা তাকে গ্রহণ করতে পারেনি। এছাড়া গান্ধি (রাজেন্দ্র গুপ্ত সঞ্জয়) আর কংগ্রেসের সঙ্গে সম্পর্কের কারণে মুসলমানরাও তার বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু তিনি তার বিশ্বাস আর নীতিতে ছিলেন অবিচল। গান্ধির অহিংসা নীতিকে সমর্থন করেছেন। চূড়ান্তভাবে ভারত বিভক্ত হয়ে যাওয়ার আগে পর্যন্ত তিনি হিন্দু মুসলমান আর ভারতকে এক রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করে গেছেন।

বলিউড শীর্ষ পাঁচ
১ হোয়াই চিট ইন্ডিয়া
২ উরি : সার্জিকাল স্ট্রাইক
৩ দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার
৪ সিম্বা
৫ ও জো এক থা মেসায়া মওলানা আজাদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন