শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনীতে গোলাগুলিতে ডাকাত নিহত

ফেনী সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১০:২৩ এএম

ফেনীর ছাগলনাইয়ায় ডাকাত দলের দু’গ্রুপের গোলাগুলিতে একজন ডাকাত নিহত হয়েছেন। এ সময় দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ১টি বন্দুক ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম মুর্শেদ জানান, বৃহস্পতিবার ভোরে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে উপজেলার বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুক নামে একজনকে আটক করা হয়।

কিন্তু এর আগেই ডাকাত দলের দু’গ্রুপের বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ ওরফে সবুজ ডাকাত নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও একজন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সময় ডানপায়ে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের সদস্য পলাশকেও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন