শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নাইন্টিন টোয়েন্টি লন্ডন

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

শিবাঙ্গী (মিরা চোপড়া) রাজস্থানের এক রাজকন্যা। এখন সে স্বামী বীর সিংয়ের (বিশাল কারোয়াল) সঙ্গে লন্ডনে থাকে। বীর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ার আগে তাদের দিনকাল সুখেই কাটছিল। অদ্ভুত সেই অসুখ। তার মাথা চেপে গেছে আর শরীর অস্বাভাবিক রকম কুঁচকে গেছে। আর সে বিচিত্র আওয়াজ আর ভাষায় কথা বলে। চিকিৎসকরা মোটামুটি জবাব দিয়েছে। এই সময় মিরার এক বৃদ্ধ পরিচারিকা জানায় বীরের ওপর কোনও অশুভ শক্তি ভর করেছে, আর তাকে এ থেকে মুক্ত করতে শক্তিশালী ওঝার সহায়তা নিতে হবে। সে এমন একজন ওঝার কথাও জানায়। তার নাম হলে জয় (শরমন জোশি)। কিন্তু সমস্যা হল এই জয়ের সঙ্গে মিরার একসময় প্রেম ছিল এবং মিরার কারণেই জয়কে পাঁচ বছর জেল খাটতে হয়েছিল। জয় প্রথমেই কাজ করতে অস্বীকৃতি জানায়। অবশ্য অনেক মিনতি করার পর শেষে সে রাজি হয়ে যায়। প্রাথমিকভাবে সে জানতে পারে এক ডাইনি তার ওপর ভর করেছে। রাজস্থান থেকে পাঠানো একটি  মাদুলি পাবার পরই এই ভরের সূচনা। এই মাদুলি এখন রয়েছে ডাইনির জগতে, সেখান থেকে সেটি উদ্ধার করে নষ্ট করতে হবে। জয় তার গুরুর সঙ্গে যোগাযোগ করে। গুরু জানায় দ্রুত কাজ করতে হবে জয়কে এবং আরও জানায় এই ডাইনির আত্মা একটি প্রাণ না নিয়ে বীরকে ছাড়বে না। পরম পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নেয় জয়। কিন্তু প্রশ্ন হলে কে সেই মাদুলি পাঠিয়েছিল? কে মিরার ক্ষতি করতে চেয়েছিল? এই মানুষটি কি জয় নিজে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন