শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমেরিকা-কানাডা-লন্ডনে বেবী নাজনীন

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ব্লাক ডায়মন্ড বেবী নাজনীন। আবারও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন দেশের বাইরে। দুই সপ্তাহের ব্যবধানে আমেরিকা, কানাডা, আমেরিকা এবং লন্ডনের বার্মিংহাম। এই মূহূর্তে রয়েছেন কানাডার ক্যালগীরিতে। গত ১৮ এপ্রিল বেবী আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ২৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে কানাডার ভ্যানক্যুভারে এককভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গ্রেটার ভ্যানক্যুভার বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত বৈশাখী উৎসবে। ৬ মে তিনি যান লন্ডন। ৮ মে লন্ডন ডিসি আয়োজিত বার্মিংহাম স্মলট্রিট পার্কে বেবী নাজনীন পারফর্ম করেন এককভাবে। এই অনুষ্ঠানটিও বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ষমেলায় বাংলাদেশিদের নানা পণ্যসমৃদ্ধ স্টল দেয়া হয়। জায়গাটি ইংল্যান্ডের মাঝামাঝি হওয়ায় ইউরোপ থেকেও প্রচুর দর্শকের ভিড় জমে। শুধু বাংলাদেশিরাই নয়। বিভিন্ন দেশের প্রায় ২৫-৩০ হাজার মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠান শেষে একদিন হাতে সময় ছিলো। বেবী নাজনীন ঘুরে বেড়ান বার্মিংহামের টিউলিপ বাগানে। বেশ কিছু সেলফি তোলেন। সেসব ছবি তিনি পাঠিয়েছেন তার নিজস্ব যোগাযোগ মাধ্যমে। বেবী নাজনীন আমন্ত্রিত হয়েছেন এবার কানাডার ক্যালগীরিতে। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিতব্য আরেকটি অনুষ্ঠানে তিনি পারফর্ম করতে এই মূহূর্তে কানাডার ক্যালগীরিতে অবস্থান করছেন। ১৩ মে সেখানে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন বেবী। পরের দিন কানাডা থেকে বেবী আবারও ফিরবেন আমেরিকায়। ১৫ মে তিনি আমেরিকার ফিলাডেলফিয়ার একটি কনসার্টে পারফর্ম করবেন এককভাবে। এরপরই জানা যাবে তিনি ঢাকায় কবে ফিরবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন