বিনোদন ডেস্ক : সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অবিশ্বাস। ভিকি জাহেদ পরিচালিত চলচ্চিত্রটি একটি ভিন্ন ভাবনার ভালোবাসার গল্প। এতে অভিনয় করছেনে অর্চিতা স্পর্শিয়া ও শামীম হাসান। ড্রীমলাইন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এর চিত্রগ্রহণ করেছেন বিদ্রোহী দীপন। পরিচালক ভিকি জাহেদ জানান, ‘রাশিয়ান একটি ছোটগল্পের মূল ভাবনায় নির্মিত হয়েছে অবিশ্বাস। গল্পটি সবার মন ছুঁয়ে যাবে এমনটাই আমার বিশ্বাস। আশা করছি, অবিশ্বাস দর্শকপ্রিয়তা পাবে। এটি অচিরেই ড্রীমলাইন ইন্টারটইনেমন্টেরে ইউটউব চ্যানেলে মুক্তি পাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন