বিনোদন ডেস্ক : আজ মুক্তিপাচ্ছে পরিচালক এ.জে. রানা পরিচালিত সিনেমা ‘অজান্তে ভালবাসা’। এই সিনেমার একটি আইটেম গানে প্রথমবারের মত পারফরম করেছেন চিত্রনায়িকা চমক তারা। পরিচালক দেওয়ান নাজমুলের লেখা ও আলাউদ্দিন হকের সুরে আইটেম গানে কণ্ঠ দিয়েছেন মুন। আইটেম গানে নৃত্য পরিচালনা করেন কালু। নাচের দৃশ্যে চমক তারার বিপরীতে ছিলেন শাকিল। চমক তারা বলেন, ‘আমি মনে করি, একজন অভিনেত্রীর সব বিষয়েই দক্ষতা থাকা উচিত। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করেছি নাচটি ফুটিয়ে তুলতে। আমি খুব জয় করেছি। আশা করি, দর্শকদেরও ভালো লাগবে।’ উল্লেখ্য, পরিচালক মাসুদ আজাদ এর ‘বস্তির স¤্রাট’ সিনেমার মাধ্যমে চিত্র নায়িকা চমক তারার আগমন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা এ.আর মুকুল নেত্রবাদীর ‘মা বাবা সন্তান’। মুক্তির অপেক্ষায় আছে আনোয়ার সিকদার টিটনের ‘ভালবাসতে চায় মন’ ও রাকিবুল আলম রাকিবের ‘মাস্তান পুলিশ’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন