বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘তপস্বনী’। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মান্নান হীরা এবং পরিচালনা করেছেন আল্পনা আক্তার। নাটকটিতে অভিনয় করেছেন- সজল, ক্যামেলিয়া রাঙা, তারিক আনাম খান, ড. ইনামুল হক, সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ। ‘নামের সঙ্গে মাখন লালের স্বভাবের কোন মিল নেই। তার মন গলানো খুব কঠিন। তার অভিপ্রায় যতদিন তার ছেলে বরদানন্দ বিএ পাস না করে ততদিন তার বৌমা ষোড়শীর কাছ থেকে দূরে থাকবে। কিন্তু পড়াশোনার ধাত ছিল না শৌখিন বরদানন্দের মধ্যে। তার বড় স্বাদ ছিল বিয়ের পর তামাক খাবে আর বউ নিয়ে আরামে এদিক সেদিক ঘোরাফেরা করবে। অন্তত পড়াশোনাটা করতে হবে না। কিন্তু বরদার বিবাহোত্তর পর্বে তার বাবা মাখন আরও কঠোর হয়ে উঠলেন, বরদানন্দকে বিএ পাশ করতেই হবে। আর তার পরেই সে ষোড়শীর সাক্ষাত পাবে। এক সময় বহু চেষ্টা করেও বিএ পাশ না করতে পেরে অসহ্য হয়ে বরদা সব ছেড়ে সন্ন্যাসী হতে চলে, ষোড়শীও স্বামীর অনুসারী হয়ে ‘তপস্বিনী’র ব্রত আরম্ভ করে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন