বিনোদন ডেস্ক : শ্রীলংকার ক্যান্ডিতে সেক্রেড টুথ রেলিক টেম্পলে অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘর পৃথিবীর অন্যতম বৃহৎ বৌদ্ধ জাদুঘর। বৌদ্ধ সংস্কৃতি ও দর্শনকে এশিয়া তথা পৃথিবীব্যাপী তুুলে ধরতে ২০১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। সেখানে ইতিপূর্বে বৌদ্ধ ঐহিত্য সম্বলিত ১৬টি দেশের গ্যালারি ছিল। দেশগুলো হলো শ্রীলংকা, ভারত, নেপাল, পাকিস্তান, জাপান, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভুটান ও আফগানিস্থান। এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাম। গত ১০ মে বিকেলে শ্রীলংকার এ আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশ গ্যালারি’ উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মোমবাতি ও ফিতা কেটে তিনি এর উদ্বোধন করেন। ক্যান্ডির বৌদ্ধ জাদুঘরে পৌঁছলে সংস্কৃতিমন্ত্রীকে শ্রীলংকার প্রথা অনুযায়ী উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। উদ্বোধন পরবর্তী সময়ে গ্যালারি সংলগ্ন মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান হয়। শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান, সেক্রেড টুথ রেলিক টেম্পলের প্রধান তত্ত্বাবধায়ক প্রদীপ নিলাঙ্গা ডেলা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্যান্ডি সেন্ট্রাল প্রভিন্সের মুখ্য সচিব ও কর্মকর্তাগণ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিগণ, সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্যান্ডিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সহ¯্রাব্দপ্রাচীন ও ঐহিত্যমন্ডিত। বৌদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি ও নিদর্শনেও বাংলাদেশ সমৃদ্ধ। দক্ষিণ এশীয় সংস্কৃতি ও বৌদ্ধ ঐতিহ্যে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। ক্যান্ডির আন্তর্জাতিক বৌদ্ধ জাদুঘরে বাংলাদেশ গ্যালারি স্থাপন একটি উল্লেখযোগ্য ঘটনা এবং এর মাধ্যমে দু’দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন