শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুমিল্লা সদর দক্ষিণে আ.লীগের একক প্রার্থী গোলাম সারওয়ার

উপজেলা পরিষদ নির্বাচন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আসন্ন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত হয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার। গত শুক্রবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির দুতিয়াপুরস্থ বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবদুল মালেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মুমিন মজুমদার, সদস্য আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম হামিদসহ নেতৃবৃন্দ। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী মনোনীত করতে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা থাকলেও উপজেলা আওয়ামী লীগ বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারকে সমর্থন করেন। উল্লেখ্য বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার টানা ১০ বছর দায়িত্ব পালন করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন