সম্প্রতি সময়ে শিশু, নারী ধর্ষণ ও হত্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন। ২০০০ সাল থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্টোরাল প্রকল্পের অধীনে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থাকলেও তা কাজে আসছে না। যৌন নির্যাতনের ঘটনাগুলো আগের মতই ঘটছে। শিশুদের ওপর সহিংসতা বাড়ার পেছনে ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, উন্মুক্ত আকাশ সংস্কৃতি ও অপরাধীদের ক্ষেত্রে বিচারহীনতা কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করলে শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেত না।
গতকাল বিকেলে রাজধানীর ভাটারাস্থ আসসাঈদ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের থানা দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ একথা বলেন। নগর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আলহাজ আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতি মাছউদুর রহমান, হাফেজ নিজাম উদ্দীন, প্রকৌশলী গিয়াস উদ্দীন, ডা. মুজিবুর রহমান, মুফতি ফরিদুল ইসলাম, হাজী আলাউদ্দীন, মাওলানা জাকারিয়া প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১৮০ দিনের মধ্যে মামলা প্রক্রিয়া শেষ করতে হবে বলা থাকলেও বছরের পর বছর ধরে মামলা চলছে। মামলার নিষ্পত্তি হচ্ছে না। যৌথসভায় বিচার প্রক্রিয়া দ্রæত শেষ করার দাবি জানানো হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন