অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি-পচা বিরিয়ানি বিক্রয় ও পোড়া তেলে রান্নাসহ নানা অভিযোগে মোগল মহল ইন্ডিয়ান স্পাইসিকে চার লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে, রেস্তোরাঁর ম্যানেজার ছায়েদুল ইসলামকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সোমবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে র্যাবের চালানো ভেজাল বিরোধী অভিযানে এসব দন্ড দেওয়া হয়।
ভেজাল বিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মোগল মহল ইন্ডিয়ান স্পাইসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পচা বিরিয়ানি ও পোড়া তেলসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। আমাদের অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন