শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মুক্তির ১২ দিন আগে ছাড়পত্র পেল সিয়াম-তিশার ‘ফাগুন হাওয়ায়’

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ ফেব্রুয়ারি। গত ২০ জানুয়ারি মুক্তি পায় চলচ্চিত্রটির ট্রেলার। ২ মিনিট ৯ সেকেন্ডের ট্রেলারেই চমক দেখিয়েছেন তৌকীর। ভাষা আন্দোলনের সময়চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ট্রেলারেই। দর্শক ১৯৫২ সালে ফিরে যাওয়া সিয়াম তিশার-রসায়নও দেখেছেন সেখানে।
এখন হলে গিয়ে সিনেমাটি দেখার প্রতীক্ষা চলছে। ফাগুন হাওয়া মুক্তি পেতে বাকি এখনো ১২ দিন। তার আগে ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে প্রদর্শনের পর ছাড়পত্র পেয়েছে ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকা প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
ছবিতে প্রধান দুটি চরিত্রের অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা । টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’।
ছবিতে সিয়াম-তিশা ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন