শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উপজেলা পরিষদ নির্বাচন

চকরিয়ায় নৌকার মাঝি হতে চান ৩ জন

জাকের উল্লাহ চকোরী, কক্সবাজার থেকে : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় সবখানে বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা বিরামহীন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে এখানে একাধিক প্রার্থী থাকায় উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের দাবির প্রেক্ষিতে ৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দলীয় হাইকমান্ড যাকে মনোনয়ন দেবেন তিনি ছাড়া অন্যরা ওই প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানান কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম। গত ২৮ জানুয়ারি চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগ ও পৌরসভা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি জাফর আলম। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থীরাও। সভায় ৮জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত তিনজনের নাম জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানোর সিদ্বান্ত হয়। চূড়ান্ত তালিকায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদীর নাম পাঠানো হয় জেলা ও দলীয় হাইকমান্ডের কাছে। এ তালিকায় প্রথমস্থানে থাকা চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলীয় হাই কমান্ডের কাছে পাঠানো তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তালিকায় তৃতীয় স্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী দুইবার চকরিয়া পৌরসভার কাউন্সিলর ছিলেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য সাংস্কৃতিক কর্মী আমিনুর রশিদ দুলাল ও আওয়ামী লীগ নেতা সেলিম উল্লাহ, আরকান শ্রমিক নেতা জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কচির উদ্দিন কঁচির।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন