রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আট বছরে অবিশ্বাস থেকে আস্থায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

২০১১ সালে মে মাসে ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি রাজীব কুমার সম্পর্কে তদন্ত করেছিলেন। তার বিরুদ্ধে মমতার অভিযোগ ছিল বিরোধী দলে থাকার সময় রাজীব দলের নেতাদের উপর আড়ি পেতেছিলেন। তিনি তাকে কম গুরুত্বপূর্ণ পোস্টে স্থানান্তরিত করতে পারেন বলে ধারণা করে, কর্মকর্তারা এটি না করতে তাকে পরামর্শ দেন। আট বছর পরে কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের পদক্ষেপের প্রতিবাদে মেট্রো চ্যানেলে তার ধর্ণায় বসার সিদ্ধান্তে তাই তাদের কাছে অবাক হওয়ার মত কিছু নেই। গত আট বছরে, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার মমতার বিশ্বাস অর্জন করেছেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত যোদ্ধা হিসেবে বিধাননগর এবং এবং কলকাতা পুলিশের কমিশনারে দায়িত্ব পালন করছেন। মমতাকে বলা হয়েছিল যে, রাজীব আধুনিক দিনের পুলিশি দক্ষতা সম্পন্ন একজন দূরদর্শী কর্মকর্তা ছিলেন। তিনি পরামর্শ শুনেছেন এবং বাকিটা ইতিহাস। রাজীব তার পুলিশি দক্ষতা এবং প্রযুক্তি জ্ঞান ব্যবহার করে তার মূল্য প্রমাণ করেছেন। এখন তিনি মুখ্যমন্ত্রীর নিকটতম কর্মকর্তাদের মধ্যে একজন। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, তাকে মুখ্যমন্ত্রী পূর্ণ সমর্থন দিচ্ছেন এতে বিস্ময়ের কিছু নেই। এসএসপি (সিআইডি) হিসাবে, ২০০১ সালের খাদিম অপহরণ মামলা এবং ২০০২ সালে ইউএসআইএস হামলা, যা কলকাতার প্রথম জঙ্গী হামলা তদন্তে কুমার বিশেষ সাফল্য দেখান। দীর্ঘদিন ধরে, তিনি জীবনশঙ্কায় ছিলেন এবং তাকে লাইসেন্স প্লেট ছাড়া গাড়িতে চলাফেরা করতে হয়েছিল। কম্পিউটার বিজ্ঞানে স্নাতক করা কুমারের জন্ম উত্তরপ্রদেশে। তার স্ত্রী আইআরএস অফিসার। তিনি সন্ত্রাসবাদ ও মাওবাদী-বিরোধী মামলার তদন্তের জন্য এসটিএফ গঠনকারী কলকাতা পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন। পুলিশের সাইবার নিরাপত্তা উইং প্রতিষ্ঠাও তারই কৃতিত্ব। তার একজন জুনিয়র জানান, ‘সে যদি কাজ না করে, তাহলে সে নতুন কিছু শিখছে। কুমারকে কেউ অলস বলতে পারবে না। টিওআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন