বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশিদের বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটছে ভারতীয় সীমান্তের ১০-২০ কিলোমিটার ভেতরে। নো ম্যানস ল্যান্ডের মধ্যে বাংলাদেশের ১৫০ গজ ও ভারতের ১৫০ গজ এলাকায় হত্যা হলে সেটাকে সীমান্ত হত্যা বলা যাবে। অন্যথায় এগুলো হত্যাকাণ্ড। তবে কোনো হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয়।
আজ বুধবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ‘সীমান্ত ডাটা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি প্রতিটি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। ভারতীয় সীমন্তরক্ষী বাহিনীও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন।
২০১৮ সালের অক্টোবর পর্যন্ত সীমান্তে মাত্র একজন মারা গেছে জানিয়ে সাফিনুল ইসলাম বলেন, সেটা বেড়ে এখন আটজনে দাঁড়িয়েছে। সিলেট সীমান্তে খাসিয়ারা রয়েছে। বাংলাদেশিরা যখন অবৈধভাবে ঢুকছে তখন শুধু ভারতীয় সীমান্ত রক্ষীরাই নয় খাসিয়ারাও তাদের কাছে থাকা অবৈধ অস্ত্র দিয়ে গুলি করছে।
তিনি আরও বলেন, সামান্য কিছু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কিছু ব্যবসায়ী ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে। আবার কিছু মানুষের আত্মীয়-স্বজন সীমান্তের ওপারে আছে, যারা ঐতিহাসিকভাবে যাওয়া আসা করে। যারা কোনো আত্মীয়ের অনুষ্ঠান বা বিশেষ কোনো প্রোগ্রামে অংশ নিতে চায়, তখন আমাদের বললেই সে ব্যবস্থা করে দেই। বিএসএফও সেটা অ্যালাউ করে। আমাদের মধ্যে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তবে আমাদের নাগরিকদের আরো বেশি সচেতন হতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন