শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

একাতেই তুষ্ট টম হিডলস্টোন

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ব্রিট অভিনেতা টম হিডলস্টোন এই মুহূর্তে সম্পর্কের বিবেচনায় একা আছেন। নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়াতে তার কোনও তাড়া নেই, আর আসলে নিজের এই একা অবস্থাটাতেই বেশ তুষ্ট। ৩৫ বছর বয়সী অভিনেতাটি জানিয়েছেন প্রেম করার জন্য তিনি উন্মুক্ত আছেন তবে নিঃসঙ্গতাও তিনি খুব উপভোগ করছেন।
“আমি অসাধারণ সময় কাটাচ্ছি, আমি এখনও একা। আমার তাতে অবশ্য কোনও আপত্তি নেই,” হিডলস্টোন বলেন।
‘ক্রিমসন পিক’ চলচ্চিত্রের তারকাটি জানান কেউ যদি কোন উদ্দেশ্য নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়তে চায় তাহলে তা তিনি বুঝতে পারেন।
“মানুষের উদ্দেশ্য খুব সহজেই বোঝা যায়, তবে আমি আমি এখনও আমার শেকড়ের খুব কাছাকাছি আছি, নিজের বাড়িতে বন্ধুদের সঙ্গে সময় কাটাই। এর সবই বিভ্রম, আমি জানি বাস্তবতা কী,” তিনি বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন