শুভাঙ্গী আত্রে অ্যান্ডটিভির ‘ভাবি জি ঘর পার হ্যায়’ সিরিয়ালে আঙ্গুরি ভাবীর ভূমিকায় শিল্পা শিন্দের স্থলাভিষিক্ত হবার পর পরে উল্লেখিত অভিনেত্রীটি অভিযোগ করেন শুভাঙ্গী আসলে তাকেই অনুকরণ করছেন। এই মন্তব্যের জবাব দিতে গিয়ে শুভাঙ্গী জানিয়েছেন তিনি কোন অভিনেত্রীকে অনুকরণ করছেন না বরং শুধু আঙ্গুরি ভাবীর ভূমিকায় অভিনয় করছেন।
“আমি কারও মতামত বদল করতে পারি না। তিনি যা মনে চায় বলতে পারেন। তবে আমি বলতে চাই আমি আঙ্গুরিকে অনুকরণ করছি কোন অভিনেত্রীকে নয়। আমি চরিত্রটির চলা-বলাকেই অনুসরণ করছি। চরিত্রটির এমন কিছু আচরণ আছে যা আমি চাইলেই বদলাতে পারি না। যেমন আঙ্গুরি ইংরেজি বলতে চায় কিন্তু ভাষাটি জানে না। তার মাঝে সারল্য আছে। এগুলো আঙ্গুরির বৈশিষ্ট্য আর আমি তাই অনুসরণ করছি। আমি শুধু আশা করছি দর্শক আমাকে এই ভূমিকায় পছন্দ করবে,” শুভাঙ্গী বলেন।
এই প্রথম নয় শুভাঙ্গী এর আগে সাব টিভির ‘চিড়িয়া ঘর’ সিরিয়ালেও শিল্পার স্থলাভিষিক্ত হয়েছিলেন। তিনি জানান এখন পর্যন্ত আঙ্গুরি চরিত্রে অনুকূল সাড়া পাচ্ছেন। আরও অপেক্ষা করতেই তিনি রাজি আছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন