শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাদুঘরে আজ রবীন্দ্র উৎসব

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আজ শনিবার রবীন্দ্র একাডেমির উদ্যোগে, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহায়তায়, অনুষ্ঠিত হবে রবীন্দ্র উৎসব ১৪২৩। এই উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান পদ্মভূষণ, আমেরিকা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বৈত নাগরিক বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও সংগীতশিল্পী জনথর্প এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিককে সংবর্ধনা দেয়া হবে। প্রমিতা মল্লিক ও জনথর্পসহ দেশের প্রখ্যাত সংগীত ও আবৃত্তি শিল্পীবৃন্দ এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন। মোড়ক উন্মোচন করা হবে রূপা চক্রবর্তী, শাহরিয়া পিউ ও বুলবুল মহলানবীশের কণ্ঠধৃত সিডি ‘নানা রবীন্দ্রনাথের মালা’। বিকেল সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রীমতী জয়শ্রী কুÐু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন