বিনোদন ডেস্ক : ঈদে একই নাট্যকার ও পরিচালকের তিন নাটকে জুটি হয়ে অভিনয় করছেন অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী জাকিয়া বারী মম। নাটকটি তিনটি হচ্ছে নীল দুপুর, আবর্ত এবং হলুদ বসন্ত। তিনটি নাটকই রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করছেন সৈয়দ শাকিল। মম বলেন, তিনটি নাটকের গল্প একেবারেই ভিন্ন। এখানে প্রেম, ঘৃণা, সম্পকের্র টানাপড়েন ও সমসাময়িক কিছু বিষয় তুলে ধরা হয়েছে। তাছাড়া অপূর্বের সঙ্গে আমার অভিনয় দর্শকের কাছে আলাদা ভালোলাগার জন্ম দেবে বলে মনে করি। এরইমধ্যে কক্সবাজারে সমুদ্র সৈকতসহ ঢাকার কয়েকটি লোকেশনে তিনটি নাটকের শুটিং শেষ হয়েছে। তিনি বলেন, আগামী ঈদে আমার অনেকগুলো নাটক প্রচার হবে। এরমধ্যে অপূর্বর বিপরীতে এই তিনটি নাটক নিয়ে অনেক বেশি আশাবাদী। আশা করি ঈদে নাটকগুলো দর্শক উপভোগ করবেন। এদিকে নির্মাতা সূত্র জানায়, বর্তমানে নাটক তিনটি সম্পাদনার টেবিলে আছে। আগামী ঈদে নাটকগুলো তিনটি আলাদা বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন