শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে সিনেমা নির্মাণ করছেন অরূপ রতন চৌধুরী

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশিষ্ট চিকিৎসক ও মাদকবিরোধী আন্দোলনের পুরধা ড. অরূপ রতন চৌধুরী নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তার নতুন এই সিনেমার নাম ‘আজকের প্রজন্ম’। সিনেমার গল্প লেখার কাজ এখন চলছে। এবারের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এ ব্যাপারে ড. অরূপ রতন চৌধুরী জানান, বর্তমান সমাজের তরুণ-তরুণীরা প্রতিনিয়ত আসক্ত হচ্ছে নতুন নতুন নেশায়। মাদকসেবনের কারণে প্রতিদিনই মেধাবী কেউ না কেউ ঝরে যাচ্ছে। সমাজ ও জাতি পড়ছে হুমকির মুখে। আমি মাদকের বিরুদ্ধে অনেকদিন ধরে কাজ করে আসছি। চলচ্চিত্রের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে। আমার মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে নতুন আরেকটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। যাতে দেখানো হবে মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে মাদকের কুফল ও বর্তমান সময়ের সঙ্গে এর মেলবন্ধন। উল্লেখ্য, ড. অরূপ রতন চৌধুরী নির্মিত ‘স্বর্গ থেকে নরক’ নামে মাদকবিরোধী একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এটি গত বছর মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন ফেরদৌস ও নিপুণ। তবে তিনি জানান, নতুন সিনেমায় থাকছে একেবারে নতুন মুখ। চলতি বছরের শেষের দিকে এর নির্মাণ কাজ শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন