শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আ.লীগ কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৪ এএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন আজ। বৃহস্পতিবার সকাল থেকেই ধানমন্ডির এই কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

এবার ৫ ধাপে সারাদেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ৮৭ উপজেলায় নির্বাচনের তফসিল দিয়েছে ইসি।

তফশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ১৬ ফেব্রুয়ারি।

জানা গেছে, শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার আজ শেষ দিন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন