বিনোদন ডেস্ক : চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০-এর প্রতিযোগী সঙ্গীতশিল্পী মেহেদীর প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশিত তার অ্যালবামের নাম ‘আয় না ফিরে’। সম্প্রতি অ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবে উপস্থিত হয়েছিলেন খালিদ হোসেন, সাদী মহম্মদ, শাহীন সামাদ, আলম খান, শেখ শাদী খান, রিজিয়া পারভীন, ইমন শাহা, অনিমা রায়, সহিদুল আলম সাচ্চু, কোনাল প্রমুখ। অ্যালবামে রয়েছে ভিন্ন স্বাদের আটটি গান দিয়ে। গানগুলো লিখেছেন, ছড়াকার আমীরুল ইসলাম, রবিউল ইসলাম জীবন, এইচ এম রিপন, ওমর ফারুক ও রুবেল। ৬টি গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন সাজেদুর সাহেদ। একটি গানের সুর সঙ্গীত করেছেন বাসুদেব ঘোষ ও একটি গানের সুর করেছেন মেহেদী নিজে। মেহেদী হাসান বলেন, আমার প্রথম একক অ্যালবাম প্রকাশ হলো। প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনেক গুণীজনের আশীর্বাদ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করি গানগুলোও সবার ভালো লাগবে। যেহেতু এটা আমার প্রথম অ্যালবাম সবার কাছে অনুরোধ থাকবে প্রথম কাজ হিসেবে ভুলত্রæটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আয়না ফিরে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে গানচিলের ইউটিউব চ্যানেলে। শিগগিরই আরও কয়েকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে বলে জানান মেহেদী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন