শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় তায়কোয়ান্ডো শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:০৭ পিএম

দেশের বিভিন্ন জেলা ও সার্ভিসেস দলগুলোর প্রায় ছয়শ’ প্রতিযোগি নিয়ে শুরু হয়েছে জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়াটার মাষ্টার জেনারেল লে. জেনারেল মো: সামছুল হক। এ সময় বিগ্রেডিয়ার জেনারেল আসিফ আহমেদ আনসারী, বিগ্রেডিয়ার জেনারেল আ স ম রিদুয়ানুর রহমান ও তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ: সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল। প্রতিযোগিতায় দেশের ৩০টি জেলা ক্রীড়া ও সেনাবাহিনী, বিজিবি, আনসার, বিজেএমসির তায়কোয়ান্ডোকারা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। শনিবার সকাল ১১ টায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর মাষ্টার জেনারেল অফ দি অর্ডন্যান্স মেজর জেনারেল মো: আবু সাঈদ সিদ্দিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন